নিজস্ব সংবাদদাতা : ‘পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসাবে আমি গভীরভাবে বিচলিত ও বেদনাগ্রস্ত যে রাজ্যে শাসন ব্যবস্থা সংবিধানের পথ থেকে দূরে সরে যাচ্ছে’। রেড রোডে বি.আর আম্বেদকরের ৬৪তম প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করতে এসে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি আবারও ক্ষোভ উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল বলেন, “পশ্চিমবঙ্গ আইনের শাসন থেকে নিজেকে দূরে রাখছে। বি.আর আম্বেদকরের আত্মা আক্রান্ত। রাজ্য কার্যত আগুনে পুড়ছে এবং মনে হচ্ছে রাজনৈতিকভাবে ঝাঁকুনি দিচ্ছে, এটি চলতে দেওয়া যায় না।” রাজ্যপাল বলেন, খুব দুর্ভাগ্যজনক যে তাদের (সরকারের )কাজ এমনই যে আমাকে বাধ্য করা হচ্ছে। আমি আশা করি তারা সংবিধানের গুরুত্ব এবং চেতনা বুঝতে পেরে সঠিক পথে আসবে। আমি আশা করি তারা এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং আমার হাতের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করবে না।” ধনখড়ের দাবি, “আমি তাদের (রাজ্য সরকার) একাধিকবার মনে করিয়েছি , তবে এগুলির কোনও প্রভাব খুব বড় ইঙ্গিত নয় যে রাজ্য সরকার সাংবিধানিকভাবে কাজ করছে বলার জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হবে।”
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন