নিজস্ব সংবাদদাতা : আরও দুটি স্টেইন বসানোর জন্য ফের হাসপাতালে ভর্তি হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় । ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পর এরকমই সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। আগামী সপ্তাহে হাসপাতলে ভর্তি হওয়ার সম্ভাবনা ভারতীয় প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের। মহারাজের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হবেন সৌরভ। বছরের শুরুতে ২ জানুয়ারি সকালেই বাড়িতে জিম করার সময় মাইল্ড হার্ট অ্যাটাক হয় সৌরভের। হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় সৌরভের হার্টে তিনটি ব্লকেজ রয়েছে। অ্যাঞ্জিওগ্রাম করার পরে অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি ব্লকেজ ঠিক করা হয়। একটি স্টেইন বসানো হয়। মেডিক্যাল টিম গঠন করে সৌরভকে পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি সৌরভকে হাসপাতালে পর্যবেক্ষণ করেন। সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহ দুয়েক পর বাকি চিকিত্সা করা হবে। ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরেন বিসিসিআই প্রেসিডেন্ট। বাড়িতে ফিরলেও সর্বক্ষণ একজন চিকিত্সক তাকে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম সৌরভের বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে। একজন নার্স থাকছেন।বুধবার সৌরভকে বাড়িতে দেখতে যান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। পরে সোশ্যাল মিডিয়ায় সৌরভের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অশোকবাবু লেখেন, “আজ সৌরভকে দেখে এলাম ওর বাড়িতে। ভালো আছে। আমাদের বাড়ীর কুশল সংবাদ নিলো। পরের স্টেইন বসাবে কয়েক দিন পর। বেশ কিছুক্ষন আড্ডা আর চাটা খেয়ে ফিরে এলাম। ওর তোলা সেলফি এই ফটোটি। ওইই গাড়ি পর্যন্ত এগিয়ে দিল।”
Report by web desk
Reported on – 14/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন