নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৪০ দিন লড়াইয়ের পরে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে কথায় রয়েছে শিল্পীর মৃত্যু হয় না। ফেলু মিত্তিরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। শোকের ছায়া রাজনৈতিক মহলেও। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে টুইট বার্তায় শোকজ্ঞাপন করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সত্যজিত্ রায়ের মাস্টারপিসে ‘অপু’ ট্রিলজি এবং অন্যান্য সিনেমায় তাঁর স্মরণীয় অভিনয়ের জন্য সৌমিএ চট্টোপাধ্যায়কে আজীবন স্মরণ করা হবে।’এদিন তিনি আরও বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের না ফেরার দেশে চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে ভারতীয় চলচ্চিত্র জগত আরও একজন কিংবদন্তি নায়ককে হারাল।’ শুধু রাষ্ট্রপতি নয়, প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক মহলের বিভিন্ন দলের নেতা-মন্ত্রীরা।টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় লিখেছেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।’সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে টুইট বার্তায় শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন টুইটারে তিনি লেখেন, ‘কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়জির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। সৌমিত্র দার মৃত্যু ভারতীয় রুপালি পর্দার অপূরণীয় ক্ষতি। আরও এক রত্নকে হারাল দেশবাসী।’ শোক প্রকাশ করেছেন প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত শোরেন। ফেলুদার আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। টুইটে তিনি লিখেছেন, ‘ প্রবীণ চলচ্চিত্র অভিনেতা এবং দাদাসাহেব ফালকে ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর সম্পর্কে জানতে পেরে গভীরভাবে দুঃখিত’।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল