মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ফোনমুখো হবেন না মিস্টার পারফেক্টশনিস্ট

২১ শতকে দাঁড়িয়ে যতটা সহজে আমরা মন দিয়ে দিয়ে ফেলি ততটাই কঠিন হয় ফোন দিয়ে দেওয়া। ড্রয়িং রুমে থাকা বোকা বাক্স নয় হাতে থাকা বা পকেটে রাখা স্লিম বাক্সতেই এখন আমাদের সময় কাটে বেশি। আর ঠিক এই সমস্যার জন্যই মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান ঠিক করেছেন ‘লাল সিং চাড্ডা’র রিলিজ না হবে পর্যন্ত তিনি ফোনমুখো হবেন না।

আমরা সবাই জানি আমির খান তাঁর অভিনয় নিয়ে কতটা খুঁতখুঁতে। যতক্ষণ না ক্যারেক্টারে তিনি আত্মস্থ হন ততক্ষন অব্দি তাঁর চেষ্টা চলতে থাকে। এই মুহূর্তে ডিরেক্টর আডভাইত চন্দনের ছবি ‘লাল সিং চাড্ডা’-র খুবই গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলছে এরপর পোস্ট প্রোডাকশনের কাজও বাকী। শুটিং এর মাঝে বারবার ফোন,মেসেজ,নোটিফিকেশনে বিরক্ত আমির খান তাই এই সিদ্ধান্ত।

‘লাল সিং চাড্ডা’ আসলে ডিরেক্টর রবার্ট জেমেকিক্স এর ১৯৯৪ এর অস্কার অ্যাওয়ার্ড উইনিং সিনেমা ‘ফরেস্ট গাম্প’ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস , এর অফিশিয়াল হিন্দি রিমেক।লো আই-কিউ একজন মানুষের চোখ দিয়ে ভারতের কিছু ঐতিহাসিক ঘটনা উঠে আসবে এই সিনেমাতে।

Report by web desk
Reported on – 04/02/2021

Share this News
error: Content is protected !!