মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ফোনে কথা মোদি-বাইডেনের


নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের সঙ্গে। জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানালেন ও আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দৃঢ় দায়বদ্ধতার কথা জানালেন। করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন দু’জনে। মঙ্গলবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ টুইটারে এই খবর দেন মোদি নিজেই। তিনি বলেন, ‘অভিনন্দন জানানোর জন্য নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললাম। ইন্দো-মার্কিন কৌশলগত সম্পর্কের প্রতি আমাদের দৃঢ় প্রতিজ্ঞায় জোর দিলাম। করোনাভাইরাস অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার মতো বিষয়ে দু’পক্ষের অগ্রাধিকার এবং উদ্বেগ নিয়ে আলোচনা করলাম।’ভারত-মার্কিন পারস্পরিক সম্পর্কের বিষয়ে আলোচনার পাশাপাশি বাইডেনের ডেপুটি কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান মোদি। টুইটারে সে কথা জানিয়ে মোদি বলেন, ‘নব-নির্বাচিত মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানানোর কথা বলেছি।’ ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিতে জোর দিয়েছেন মোদি। কয়েকটি ইস্যুতে মতবিরোধ থাকলেও লাদাখের মতো সংবেদনশীল ইস্যুতে আমেরিকা স্পষ্টতই ভারতের পাশে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই মার্কিন সংবাদ মাধ্যমে জো বাইডেনের বিজয়ের খবর ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি এক টুইটবার্তায় লেখেন ‘ ‘আশা রাখি ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে।’মার্কিন মুলুকে বাইডেনের এই জয়কে তিনি দর্শনীয় জয় বলে উল্লেখ করেন ও ভারতের প্রতি বাইডেনের ইতিবাচক ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

Share this News
error: Content is protected !!