নিজস্ব সংবাদদাতা : নাগপুরে ৯ লাখ টাকা হাতানো হল এক অভিনব উপায়ে । সুযোগ পেয়ে এক নাবালক কিশোরকে ভুল বুঝিয়ে তাঁর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে সব টাকা হাতিয়ে নিল অভিযুক্ত ।নাগপুরের কোরাডিতে থাকেন অশোক মানওয়াত। তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন, অনলাইনে প্রতারণা করে তাঁর প্রায় ৯ লক্ষ টাকা চুরি করা হয়েছে। একটি ডিজিটাল পেমেন্ট কোম্পানির কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পরিচয় দিয়ে প্রতারক তাঁর নাবালক ছেলেকে ফোন করে। সে বলে, ওই ফোনটির সঙ্গে তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ আছে। ছেলেটি যদি একটি রিমোট ডেস্কটপ সফটওয়ারের অ্যাপ ডাউনলোড করে, তাহলে তার বাবা ডিজিটাল পেমেন্ট অ্যা কাউন্টে আরও বেশি ঋণ পাবেন। পুলিশ জানিয়েছে, ছেলেটি ওই অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে অশোক মানওয়াতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ ৯৫ হাজার টাকা উধাও হয়ে যায়। যত দিন যাচ্ছে অনলাইন প্রতারণার কৌশল আর নতুনত্ব যেন ততই বাড়ছে । সাধারণ ফ্রড কলের পাশাপাশি এখন নিত্যনতুন অফার বা উপহারের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অ্যাপ ডাউনলোড করিয়ে, কোনও শপিং বা ফুড অর্ডার করে টাকা দিতে গিয়ে….নানা ভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ ।কিছুদিন আগে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে একটি অনলাইন জব সাইটের বিরুদ্ধে। বর্ধমান শহরের বংপুরের এক ছাত্রের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৫৯০০০ টাকা নিয়ে ফেরত দেয়নি অনলাইন সংস্থাটি। মেলেনি চাকরিও।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল