নিজস্ব সংবাদদাতা : অনলাইনে অর্ডার দেওয়া পণ্য ডেলিভারি দিতে এসে ব্যাগ চুরির ঘটনা ঘটল হাওড়ায়। পার্সেল সমেত ভারি ব্যাগ বাইরে বাইকে রেখে ভিতরে গিয়েছিলেন ডেলিভারি ম্যান। মুহুর্তের অসতর্কতায় সেই ব্যাগ চুরি করে নিয়ে চলে যায় দুষ্কৃতিরা। শোনা গিয়েছে, হাওড়ার শিবপুর থানায় কয়েকদিন আগে এমনই একটি অভিযোগ দায়ের করেছিলেন ডেলিভারি ম্যান। তাঁর নাম মিন্টু মৌর্য। ইতিমধ্যে এই ব্যাগ চুরির তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত নেমে সিসিটিভির সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল শৌভিক বাগ এবং সুপ্রভাত প্রামাণিক। এদের মধ্যে শৌভিক জগাছা থানা এলাকার কামারডাঙার বাসিন্দা। আর কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা সুপ্রভাত প্রামাণিক। দুজনেরই বয়স ১৯ বছর। সূত্রের খবর, তাদের কাছ থেকে চুরির সমস্ত মাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, মিন্টু মৌর্য একটি অনলাইন বিপণন সংস্থায় ডেলিভারি ম্যান-এর কাজ করেন। ঘটনাটি ঘটেছে পুজোর আগে অর্থাৎ ২১ অক্টোবর। ওই দিন শিবপুর থানা এলাকার নবীন সেনাপতি লেনে একজনের পার্সেল ডেলিভারি করতে গিয়েছিলেন মিন্টু। বাইরে ছিল তাঁর সেই পার্সেল সহ ব্যাগ। যেটি বাইকের ওপর রেখে ডেলিভারির জন্য একজনের বাড়ির ভিতরে গিয়েছিলেন তিনি। এরপর ডেলিভারি করে বাইরে এসে দেখেন তাঁর পার্সেল সহ ব্যাগটি নেই। জানা গিয়েছে, সেই ব্যাগে মোবাইল ফোন, জামাকাপড়, প্রসাধনী দ্রব্য সহ প্রায় ২ লক্ষ টাকার সামগ্রী ছিল। এই ঘটনার পর মিন্টুবাবু শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হয়। এরপর পুলিশ হানা দিয়ে জগাছা কামারডাঙা থেকে শৌভিক এবং কাসুন্দিয়া শিবতলা থেকে সুপ্রভাতকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছেন এর আগেও শৌভিক এই ধরনের কাজ করায় পুলিশের খাতায় তার নাম আছে। সুযোগ বুঝে এরা দুইজনে ওইদিন পার্সেল ব্যাগ চুরি করেছিল। অনলাইন খুচরো বিক্রেতা সংস্থার ডেলিভারি ম্যানেদের কাছ থেকে চুরির ঘটনা এই প্রথম বলে পুলিশের দাবি। এছাড়াও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে বাইকে করে এসে চুরি করেছিল এরা। বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 04/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন