নিজস্ব সংবাদদাতা : কলকাতা র ফ্লোটেলে ধুমধাম করে হয়ে গেলো ‘ দা রানওয়ে স্টোরি ‘-র পোস্টার লঞ্চ। আগামী জানুয়ারিতে নতুন ফ্যাশন ডিসাইনারদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে একটি ফ্যাশন শো, যেখানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিউ কামাররা। শুধু তাই নয় এই ফ্যাশন শোতে নতুন ডিসাইনারদের পোশাকে নিজেদের সাজিয়ে তুলবেন সেলেব্রেটিরা। এই শো-এর লক্ষ্য প্রতিভাবানদের সুযোগ করে দেওয়া, যাতে তাঁরাও সামনে এগিয়ে আসতে উৎসাহ পান । শীতের উষ্ণ রাতে ফ্লোটেলে পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হট এন্ড সিজলিং সায়ন্তনী গুহ ঠাকুরতা। এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য ‘আঞ্জেলা ইভেন্টকে’ ধন্যবাদ জানিয়েছেন সায়ন্তনী। নতুন ডিসাইনারদের ড্রেসে নিজেকে সাজিয়ে তুলতে মুখিয়ে রয়েছেন এই অভিনেত্রী। তিনি আশাবাদী এই উদ্যোগ ফলপ্রসূ হবে। অনুষ্ঠানে উপস্থিত আরেক মডেল রাতশ্রীও মনে করেন কেরিয়ারের শুরুতে এরকম সুযোগ পেলে অনেকেই আগামী দিনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। মডেল লোপামুদ্রা মিত্র, শিল্পী লাজবন্তি রায়, অভিনেতা দীপাঞ্জন বসাক, পায়েল মুখার্জীর উপস্থিতিতে জমে উঠেছিল এদিনের সন্ধ্যা।
Report by মিতালি ঘোষ
Reported on – 31/12/2020
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব