নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বাধাহীন উত্তুরে হাওয়া ঢোকার কারণে কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতলের জেলাগুলি। সোমবার এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নেমে গিয়েছে। যা এই মরশুমে রেকর্ড। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতাতেই নয়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের শান্তিনিকেতনেও পর্যটকদের ভিড় বাড়ছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, উত্তর ভারত থেকে বাধাহীনভাবে এ রাজ্যে ঢুকছে শীতল বাতাস। ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা না পেলে শীতের দাপট চলবে। পানগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৭ ডিগ্রি সেলিসিয়াসে পৌঁছ গিয়েছে। দার্জিলিং সর্বনিম্ন ৬, পুরুলিয়া ৬.৪, শ্রীনিকেতন ৮.৫, শিলিগুড়ি ৭.৬, ডায়মন্ড হারবার ১১.২, দিঘা ১০.৩, জলপাইগুড়ি ৮.৯, কালিম্পং ৭.৫, মালদহ ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ৯.৯, বালুরঘাট ১০.৩, ব্যারাকপুর ৯.৩, বাঁকুড়া ৯.৪ এবং বহরমপুর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।বড়দিনের আগে শীত পড়ায় চিড়িয়াখানা, নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি-সহ দর্শনীয়স্থানগুলিতে উপচে পড়ছে ভিড়। ময়দানে চত্বরে ইতিউতি চড়ুইভাতির ছবিও ধরা পড়ছে। পার্ক স্ট্রিট, সদর স্ট্রিট এলাকায় বিদেশি পর্যটকদের আনাগোনাও বেড়ে গিয়েছে। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখন রাজ্যে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতাতেই পর্যটকরা ভিড় জমিয়েছেন এমন নয়, দিঘার সমুদ্র সৈকতে উপচে পড়েছে ভিড়। রাজ্য সবথেকে বেসি পর্যটক সমাগম হয়েছে দার্জিলিংয়ে। তালিকায় রয়েছে শান্তিনিকেতনও।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত