মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বছরের শুরুতেই টলিপাড়ায় বাজল বিয়ের সানাই

নিজস্ব সংবাদদাতা : বছরের শুরুতেই টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই। এবার মিমি দত্ত এবং ওম সাহানির চার হাত এক হল। তবে আগে থেকে কেউই তাঁদের বিয়ের কথা জানাননি। আচমকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন তাঁরা। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে। বছরের একেবারে শুরুর দিনে ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন মিমি। আইনি মতে বিয়ে সেরেছেন দু’জনে। জীবনের বিশেষ দিনে দুই তারকাকেই বড় সুন্দর দেখতে লাগছিল। সাবেকি সাজেই দেখা গিয়েছে মিমিকে। সাবেকি গাড়ি, সোনার গয়নায় অনবদ্য অভিনেত্রী। ওমের দিক থেকেও এদিন চোখ ফেরানো বেশ কঠিন ছিল। নীল রংয়ের পাঞ্জাবিতে দিব্যি লাগছিল তাঁকে। হাসি হাসি মুখে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁদের। টলিপাড়ার কারও দেখা ওম-মিমির আইনি বিয়েতে মেলেনি। মূলত দু’জনের পরিজনদেরই দেখা গিয়েছে অনুষ্ঠানে। আপাতত একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ওম। মিমিও ব্যস্ত সিরিয়ালের জগতে। ‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’-সহ একাধিক মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে মিমিকে। ‘প্রিয় তারকার অন্দরমহল’ এবং ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো গেম শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে। দু’জনের সম্পর্ক বহু বছরের। সম্পর্ক নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাঁদের। একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত দু’জনেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বহুবার। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। সম্প্রতি বিয়ে করেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। তাঁদের রিসেপশন পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে। টলিউডের লাভ বার্ডস সম্পর্ক নিয়ে রাখঢাক না করলেও বিয়ে সারলেন একেবারেই চুপিসারে। আপাতত অনুরাগী, পরিচিতদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা যুগল। একের পর এক বিয়ের অনুষ্ঠান লেগেই রয়েছে টলিউডে। খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাও বিয়ের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। জুপিটার বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়ের প্রেমও পূর্ণতা পেতে আর বেশিদিন বাকি নেই। ইমন চক্রবর্তীও আগামী ফেব্রুয়ারিতে সামাজিকভাবে বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন। তারই মাঝে আচমকা আইনি বিয়ের ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন মিমি এবং ওম।

Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 02/01/2021

Share this News
error: Content is protected !!