নিজস্ব সংবাদদাতা : ক্রীড়া জগতে আরও এক ইন্দ্রপতন! ভারতের হয়ে বিশ্বকাপ ও অলিম্পিকে পদক জয়ী হকি খেলোয়াড় মাইকেল কিনডো প্রয়াত হয়েছেন। ২০২০-এর শেষ লগ্নে বিষাদের সুর বাজিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি। তাঁর বয়স হয়েছিল ৭৩। ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা দেশের প্রাক্তন এই হকি তারকা দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী এবং দুই কন্যাকে রেখে গেলেন দেশের কিংবদন্তি হকি তারকা। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কিন্ডো। সেই অলিম্পিকে তিনটে গোল করেছিলেন। ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এরপর ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জেতেন। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেটাই ছিল বিশ্বকাপে ভারতের প্রথম সোনা। কিনডোর মৃত্যুতে ভারতের হকি দলের তরফে শোকপ্রকাশ করা হয়েছে। টুইট করে ভারতের হকি দলের তরফে জানানো হয়, “আমাদের প্রাক্তন হকি খেলোয়াড় ও ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী মাইকেল কিন্ডোর প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”মাইকেল কিনডোর প্রয়াণে শোকস্তব্ধ ওড়িশা স্পোর্টস। দেশের প্রথম আদিবাসী হিসেবে বিদেশে ভারতীয় পতাকা তুলে ধরা কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেছে ওড়িশা স্পোর্টস।
Report by জয়ন্ত চক্রবর্তী
Reported on – 01/01/2021
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
পুজোর আগেই পুজো শুরু , পুজো উদ্যোক্তাদের নিয়ে CARVINAL FOOTBALL ২০২২
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার