নিজস্ব সংবাদদাতা : নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফের গরহাজির বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন ৪ মন্ত্রী। রাজীব বন্দোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও চন্দ্রনাথ সিনহা। এর মধ্যে চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, মমতার সফরের জন্য ব্যস্ত আছেন। গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ স্বাস্থ্য খারাপ থাকার জন্য আসেননি; এমনটাই জানা গেছে। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়? এটাই এখন বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক কালে নাম না করেই দলের সমালোচনায় একাধিকবার সরব হয়েছেন। এর পরেই বনমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করে দল। তাঁর ক্ষোভ প্রশমনে ইতিমধ্যেই রাজীবের সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবারও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গিয়ে বৈঠক করে আসেন বনমন্ত্রী। বৈঠক শেষে তিনি নিজের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা টানাতেও আপত্তি জানান। দলবদলের জল্পনাও কার্যত উড়িয়ে দেন। তৃণমূল সূত্রে জানা যায়, ফের রাজীবের সঙ্গে বৈঠক হওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এই নিয়ে যোগাযোগ করা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায় -এর সঙ্গে। রাজ্য মন্ত্রিসভার গত বেশ কয়েকটি বৈঠক রাজীব এভাবেই এড়িয়ে গিয়েছেন বলেও খবর। রাজীবকে নিয়ে তাই তৃণমূলে অস্বস্তি থেকেই গেল। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন; “স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১২ জানুয়ারি ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ”। সেদিন একটি কর্মিসভা করবেন তিনি। তার জায়গা ঠিক না হলেও, সভাটি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করতে চায় বঙ্গ বিজেপি। বিজেপির দাবি, শাহের সেই সফরে একাধিক বড় নেতারা যোগ দেবেন বিজেপিতে। সেখানেই কি যোগ দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? এটা নিয়েই এখন জোর জল্পনা।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত