নিজস্ব সংবাদদাতা : তুলে নেওয়া হতে পারে বেলুড়ে রেলের কম্পিউটারাইজ আসন সংরক্ষণ কেন্দ্র। এই খবর ছড়িয়ে পড়তেই আশঙ্কা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। গত ৪০ বছর ধরে চলে আসা রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র বেলুড় মঠ থেকে তুলে নেওয়া হতে পারে। মৌখিকভাবে এমন কথা জানা গেলেও রেলের দাবি এনিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, যাই সিদ্ধান্ত নেওয়া হোক তা মঠের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অসুবিধার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন বেলুড় -বালি অঞ্চলের সাধারণ মানুষ। মূলত খরচের কারণেই ৪০ বছরের পুরানো ওই টিকিট কাউন্টারটি সরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। এই টিকিট কাউন্টারটি থাকায় সকলেরই খুব সুবিধা হত। যদিও এ বিষয়ে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দাস জানান, ওই কম্পিউটার পরিচালিত আসন সংরক্ষণ কার্য্যালয়টি বন্ধ করে দেওয়া হবে এমন কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। যা কিছু করা হবে সেটা বেলুড় মঠ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই করা হবে। এখনও পর্যন্ত এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। যাত্রীদের দাবি, বেলুড় বালি এলাকার বাসিন্দা এবং বেলুড় মঠে আসা দর্শনার্থীদের সুবিধার্থে এই কাউন্টার চালু রাখা হোক। প্রয়োজনে বেলুড় মঠ সংলগ্ন রেল স্টেশনেও যদি স্থানান্তরিত করা হয় তাহলেও মঠের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সুবিধা হবে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন