নমস্কার, এক মিনিট! মাত্র এইটুকু সংলাপেই ভারতীয় সিনেমার ইতিহাসে বব বিশ্বাসকে অমর করে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় । সেই জুতোয় পা গলিয়েছেন অভিষেক বচ্চন। শোনা গিয়েছে, প্রিক্যুয়েল হিসেবেই নতুন কাহিনি সাজাচ্ছেন পরিচালক দিয়া। বব বিশ্বাসের সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনি দেখানো হবে নতুন এই ছবিতে। অভিষেক ছাড়াও ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। বাংলা টেলিভিশনের রানি রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরনের চেক শার্টটা কুঁচকে গিয়েছে। মোটা পাওয়ারের চশমার ফ্রেমের ঠিক মাঝখানটা দিয়ে গলগল করে বইছে রক্ত। কপাল ফাটা। গালের একটা দিকেও কাটা দাগ। এভাবেই ‘বব বিশ্বাস’ ছবির শুটিং ফ্লোরে পাওয়া গেল অভিষেক বচ্চনকে । এক্কেবারে রক্তারক্তি কাণ্ড। না, চিন্তার কিছু নেই। শুটিংয়ের জন্যই এই রক্তারক্তি কাণ্ড ঘটানো হয়েছে। আর ধরা পড়েছে সংবাদ প্রতিদিনের ক্যামেরায়।
চলতি বছরের ২৪ জানুয়ারি ‘বব বিশ্বাস’-এর শুটিং শুরু করেছিলেন অভিষেক। পরিচালনায় ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ । বাবার ব্লকবাস্টার ছবির চরিত্রকে নিয়ে কলকাতা শহরের প্রেক্ষাপটেই পুরো গল্প সাজিয়েছেন দিয়া। প্রযোজক হিসেবে তাঁর পাশে আবার রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। স্ত্রীর নামেই বেশিরভাগ প্রযোজনায় শাহরুখ অংশীদার হয়ে থাকেন।
জানুয়ারি মাসের পর করোনা সংকটের আবহে বেশ কিছুদিন বন্ধ ছিল ‘বব বিশ্বাস’ ছবির কাজ। মাঝে কোভিড পজিটিভ হয়েছিলেন অভিষেকও। করোনামুক্ত হওয়ার পর হাতের ডাবিংয়ের কাজগুলি সেরেই নভেম্বরের শেষে চলে এসেছিলেন মা জয়া বচ্চনের শহরে। শোনা গিয়েছে, বুধবারের এই সিকোয়েন্স শোভাবাজার এলাকায় সম্পূর্ণ করেছেন অভিষেক।
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব