নিজস্ব সংবাদদাতা : হালকা তুষারপাত শুরু হয়েছে উত্তরাখণ্ডে । তার মধ্যে চিরাচরিত রীতি মেনেই ভাইফোঁটার দিন ভোরে কপাট বন্ধ হল কেদারনাথের। শীতকালীন আবাস উখিমঠের পথে রওনা দিয়েছেন কেদারনাথ। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদরীনাথ শীতের ছ’মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সময়ে নিচু জায়গায় নেমে আসেন অধিষ্ঠিত দেবদেবীরা।তার আগে শেষবার ভগবান শিবের পুজো হল এদিন। শেষদিনের পুজো দেখতে হাজির হয়েছিলেন বহু দর্শনার্থী।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এদিন কেদারনাথ যান। শেষ দিনের পুজোয় অংশ নেন তাঁরা। দুই মুখ্যমন্ত্রী সেখানে তুষারপাতের শোভাও দেখেন। উত্তরাখণ্ডের মন্দাকিনী উপত্যকায় গাড়োয়াল হিমালয় পর্বতের মধ্যে গৌরীকুণ্ড থেকে ২২ কিলোমিটার উচুতে রয়েছে হিন্দুদের এই পবিত্র তীর্থক্ষেত্র। প্রতি বছর বহু দর্শনার্থীর সমাগম হয় সেখানে। বরফ গলে মন্দির খুলে গেলে শুরু হয় পুজো। ফের বরফ পড়ে মন্দির বন্ধ হওয়া অবধি তা চলতে থাকে।গত কয়েক দিন ধরে বরফ পড়ায় কেদারনাথ ও তার চারপাশের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। গাছপালা থেকে শুরু করে বাড়িঘর, সব ঢেকে গিয়েছে বরফের চাদরে। এই অপরূপ দৃশ্য দেখতে শীতকালেও অনেক পর্যটক সেখানে যান।ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী কিছুদিন উত্তরাখণ্ডের উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, পিথরাগড়, তেহরি, দেরাদুন ও আলমোরা জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জায়গায় অবশ্য বৃষ্টি হবে না। ৩০০০ মিটারের বেশি উচ্চতায় বরফ পড়তে পারে বলেই জানিয়েছে মৌসম ভবন। শুধু উত্তরাখণ্ড নয়, হিমাচলপ্রদেশের কিছু জায়গাতেও বরফ পড়েছে বিভিন্ন জায়গায়। মানালি, সিমলার কুফরি এলাকাতেও বরফ পড়েছে আজ।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব