নিজস্ব সংবাদদাতা : রবিবার মরশুমের শীতলতম দিন ছিল কাশ্মীরে।তাপমাত্রা নামল মাইনাস ১.৪ ডিগ্রিতে। বরফের চাদরে ঢেকেছে গোটা উপত্যকা। আবহাওয়া দফতরের আধিকারিক জানান, জম্মু কাশ্মীরের মধ্যে সর্বাধিক শীতল জায়গা পহেলগাও। সেখানে তাপমাত্রা মাইনাস ২.৮ ডিগ্রি। পূর্বাভাস অনুযায়ী ১৪ই নভেম্বর পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। ফলে ঠান্ডা আরও বাড়তে পারে বলে খবর। রবিবার জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। কাটরা বেস টাউনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। জম্মু ডিভিশনের বানিহাল, বাটোটে, বদেরওয়া এলাকায় যথাক্রমে ৩.৪, ৬.৮, ৩.৪ ডিগ্রি ছিল তাপমাত্রা। কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের লেহতে ১০.৬ ডিগ্রি ও কার্গিলে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।শীতে দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দাপট থাকবে শৈত্যপ্রবাহেরও। নভেম্বর থেকেই তা দেশের বহু জায়গায় স্পষ্ট হবে আবহাওয়ার এমন রূপ।পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আপাতত শীতের প্রভাব স্পষ্ট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির, কোচবিহার, মালদহ, শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, ১২.০ ডিগ্রি সেলসিয়াস, ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, দক্ষিণবঙ্গেও নেমেছে তাপমাত্রা। দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরপূর্বের নাগাল্যান্ড, মিজোরাম,মনিপুর, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল