নবান্নের সামনে আর ছেলের হাত ধরে অনশনে বসতে হল না বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরকে। বিজেপি–র বেআইনি ‘নবান্ন চলো’ অভিযানে হাওড়া ময়দান থেকে আগ্নেয়াস্ত্র–সহ ধৃত প্রাক্তন সেনা জওয়ান বলবিন্দর সিংকে ৯ দিন পর মুক্ত করতে রাজি হল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। শুক্রবার দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসার টুইট থেকে এ কথা জানা গিয়েছে।
স্বামীর মুক্তির দাবিতে ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউর। বৃহস্পতিবার তিনি জানান, শনিবার সকাল ১০টার মধ্যে বলবিন্দরকে ছাড়া না হলে ছেলেকে পাশে নিয়ে নবান্নের সামনে তিনি আমরণ অনশনে বসবেন। তার আগে শুক্রবার রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন ডিজি বীরেন্দ্র। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং বলবিন্দর সিংয়ের পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, বেআইনি অস্ত্র সঙ্গে রাখা–সহ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারজি করা হবে। এবং তাঁকে শীঘ্রই সসম্মানে মুক্তি দেওয়া হবে। বিশেষ সূত্রে খবর, শনিবারই মুক্ত করা হতে পারে বিজেপি–র যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে।
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন