বলিউডে এই প্রথম৷ করোনার টিকা নিলেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার৷ তবে ভারতে নয়৷ দুবাইয়ে বসেই টিকা নিলেন তিনি৷ প্রতিষেধক নেওয়ার পরই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন শিল্পা৷ মুখে মাস্ক আর হাতে ছোট্ট একটি ব্যান্ডেজ৷ করোনা টিকা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলেও জানান৷
শিল্পা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘‘ভ্যাকসিন নিয়ে এখন সুরক্ষিত!! নিউনর্মাল ২০২১৷ ধন্যবাদ UAE৷’’
৫১ বছরের শিল্পা, নম্রতা শিরোদকারের দিদি৷ একসময় দাপটের সঙ্গে বলিউডে কাজ করেছেন তিনি৷ অরপেশ রঞ্জিতের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ধীরে ধীরে বলিউডকে আলবিদা জানান৷ মুম্বই ছেড়ে আপাতত শিল্পা দুবাইবাসী৷ একটি কন্যা সন্তানও রয়েছে তাঁর৷ অন্যদিকে, নম্রতা এখন দক্ষিণী তারকা মহেশ বাবুর গৃহিনী৷ দুই সন্তানকে নিয়ে সুখের সংসার নম্রতার৷
‘মৃত্যদণ্ড’ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর৷ প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের ঝলক তুলে ধরেন ভক্ত ও অনুরাগীদের জন্য৷ একসময় ‘গোপী কিষান’, ‘বেবাফা সনম’, ‘কিষাণ কানাইয়া’ ‘হাম’ ছবিতে ঝড় তুলেছিলেন শিল্পা শিরোদকার৷ কিন্তু বিয়ের পরই তিনি বলিউড থেকে ব্রেক নেন৷ ২০১৩ সালে ‘এক মুঠঠি আসমান’ দিয়ে টিভির পর্দায় কামব্যাক করেন৷
Report by Mitali Ghosh
Reported on – 17/01/2021
More Stories
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড