ফের বলিউডে অস্বাভাবিক মৃত্যু। ফিরল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর স্মৃতি। হিমাচল প্রদেশের প্রাইভেট কমপ্লেক্সে উদ্ধার অভিনেতা আসিফ বসরার (Asif Basra) ঝুলন্ত দেহ। সংবাদ সংস্থা এনএনআইয়ের সূত্রে প্রকাশ্যে এসেছে খবর। জানিয়েছেন ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসএসপি কাংড়া বিমুক্ত রঞ্জন।
মঞ্চের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করেন আসিফ বাসরা। ১৯৯৮ সালে হরর-থ্রিলার সিরিজ ‘ওহ’তে ইতিহাসের শিক্ষক ওমকার দীক্ষিতের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। তারপর থেকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ , ‘জব উই মেট’ , ‘কায় পো চে’ , ‘কৃষ ৩’র সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘হোস্টেজেস’ সিরিজেও অভিনয় করেছেন আশগার নবির চরিত্রে।
হিমাচল প্রদেশের ধর্মশালায় এক প্রাইভেট কমপ্লেক্সে থাকতেন আসিফ। শোনা গিয়েছে, ইউকে নিবাসী প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ৫৩ বছরের অভিনেতা। বৃহস্পতিবার সকালে নাকি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতেও বেরিয়েছিলেন। পুলিশের অনুমান, তারপর বাড়িতে ফিরে পোষ্যের বেল্টের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৫৩ বছরেরে অভিনেতা। শোনা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
আসিফ বসরার মৃত্যুর এই ঘটনা যেন প্রায় পাঁচ মাস আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে অনেককে। সুশান্তের মৃত্যুর মামলা এখনও চালিয়ে যাচ্ছে সিবিআই। মাদক যোগ খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর্থিক তছরুপের বিষয়টি দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবারই সুশান্তের মৃত্যুর পাঁচ মাস পূর্ণ হবে। তার আগেই ঘটনায় ফের শোকের ছায়া বিনোদন জগতে।
Report by Tushar Ghosh
Reported on – 13/11/2020
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত