নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ায় প্রস্তুতি তুঙ্গে। করোনা ভীতি কাটিয়ে এবার ৩ দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২৩ নভেম্বর, সোমবারই জেলা সফরে বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে পর্যটকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা হতে হবে বলে কিছু ভিত্তিহীন খবর রটেছে বলে দাবি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। দফতরের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের জেরে বাঁকুড়ায় থাকা পর্যটকদের সমস্যায় পড়তে হবে— এমন দাবি করে কিছু ভিত্তিহীন খবর রটেছে। আদতে এমন কিছুই হবে না। সরকারি পর্যালোচনা বৈঠক বা অন্য কর্মসূচির জেরে বাঁকুড়া বা মুকুটমণিপুরে থাকা পর্যটকদের আগামী দিনগুলিতে কোনওভাবে বিরক্ত হতে হবে না বলে এদিন জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। একইসঙ্গে দফতরের তরফ থেকে টুইটে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু শিবির, তাঁবু এবং পর্যটনকেন্দ্র নয় এমন কিছু জায়গায় সরকারি আধিকারিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা পর্যটকদের কোনওভাবে বিরক্ত না করেই তাঁদের কাজ করবেন।উল্লেখ্য, সোমবার বাঁকুড়ায় এসে সেদিনই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন, মঙ্গলবার সাধারণ মানুষের হাতে তিনি সরকারি পরিষেবা তুলে দেবেন। বুধবার তাঁর নেতৃত্বে হবে একটি দলীয় সভা। আর বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরকে ঘিরে এখন বাঁকুড়ায় প্রশাসনিক প্রস্তুতি চলছে তুঙ্গে। ভোট যখন আসন্ন তখন মমতা বাঁকুড়ায় কী বার্তা দেন সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। রইলো সেই প্রস্তুতির ভিডিও।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার