মার্চ 23, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা

রাহুল গুপ্ত , দিশা শক্তি নিউজ , বাঁকুড়া

প্রতিবারের মত এইবারও বাঁকুড়ায় শুরু হয়ে গেছে রাজ্য খাদি হস্তশিল্প ও হস্ততাঁত মেলা। মেলা চলবে ২৫ শে ফেব্রুয়ারী পর্যন্ত।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ( ক্ষুদ্র , ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ) এর উদ্যোগে এই মেলা রমরমিয়ে চলছে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে খাদি , হস্তশিল্প , হস্ততাঁত সামগ্রী , সিল্ক , আর.ই. জি. পি ও পি.এম.ই.জি. পি প্রকল্পের দ্বারা উপকৃত ক্ষুদ্র ও হস্ত শিল্পীরা তাঁদের সামগ্রী নিয়ে মেলায় এসেছেন। প্রতিদিন মেলায় ভিড় জমাচ্ছেন ক্রেতারাও।

গত ১৪ ই ফেব্রুয়ারী মেলা উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র , ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এর ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। উপস্থিত থাকলেন খাদ্য -বন্টন বিভাগের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি , অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মূ।

উপস্থিত থাকেন পশ্চিমবঙ্গ খাদি দপ্তরের মুখ্য নির্বাহী আধিকারিক নিমাই চাঁদ হালদার , বাঁকুড়ার জেলাশাসক কে. রাধিকা আইয়ার প্রমুখ। উদ্বোধনী মঞ্চ যেন চাঁদের হাট। থাকলেন বিধায়ক থেকে বাঁকুড়া জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।

থাকলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ , বাঁকুড়ার জেলা আধিকারিক প্রদীপ চৌধুরী।

FOLLOW US :: Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com

Share this News
error: Content is protected !!