নিজস্ব সংবাদদাতা : জেলা সফরে বৃহস্পতিবার বাঁকুড়ায় বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিশেষ সূত্রে খবর, বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্পীদের তৈরি একটি এক চালা দুর্গা মূর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে। যা তৈরি করেছেন বাঁকুড়ার দোলতলার বাসিন্দা, বিশিষ্ট ডোকরা শিল্পী শিবপ্রসাদ কর্মকার। শিল্পী শিবপ্রসাদ কর্মকার বলেন, ‘এই প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ায় আসছেন। তার হাতে আমার তৈরি দুর্গা প্রতিমা তুলে দিতে পারবো এটাই ভেবে ভালো লাগছে’। যদি কথা বলার সুযোগ পাওয়া যায় তবে ডোকরা শিল্পীদের নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। শিল্পী শিবপ্রসাদ কর্মকারের মেয়ে সুচন্দ্রা কর্মকার বলেন, ‘বাবার মেয়ে হিসেবে গর্বিত। খুব ভালো লাগছে, অভাবনীয় সুযোগ। বর্তমান প্রজন্ম যখন এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তার বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের তৈরি শিল্পকলা তুলে দেবেন ভাবতেই ভালো লাগছে বলে তিনি জানান’। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফর ঘিরে সাজ সাজ রব । বাঁকুড়া জেলা বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া শহর সংলগ্ন করগাহিড় হ্যালিপ্যাডে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সেখান থেকে তাঁর কনভয় সরাসরি পৌঁছে যাবে পুয়াবাগানে। তারপর ওই জায়গায় সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে বাঁকুড়া সফর শুরু করবেন। পরে বাঁকুড়া-১ ব্লকের চতুরডিহি গ্রামে একটি আদিবাসী পরিবারে গিয়ে দুপুরে খাবার খাবেন তিনি। সবশেষে শহরের রবীন্দ্র ভবনে দলের রাঢ় বঙ্গ জোন, মেদিনীপুর জোনের কর্মকর্তাদের নিয়ে বিশেষ রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
New Hopes New Visions
More Stories
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির