নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের সেতুপুরা গ্রামে ২০০ ফুট গর্তে পড়ে যাওয়া শিশুকটিকে বাঁচানো গেল না। মৃত শিশুটির নাম প্রহ্লাদ । ৪ নভেম্বর খেলতে খেলতে গর্তে পড়ে যায় তিন বছরের শিশুটি। শনিবার রাতে এনডিআরএফ এবং এসডিআরএফ-র যৌথ দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। নিওয়ারি জেলার পুলিশ জানিয়েছে, জেলা সদর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে সেতুপুরা গ্রামে এই ঘটনা ঘটে।২০০ ফুট গভীর গর্তের ৬০ ফুট গভীরতায় আটকে পড়ে শিশুটি। ওই গর্তের সমান্তরালভাবে আরও একটি ৬০ ফুট গর্ত খনন করা হয়। এরপর শিশুটির কাছে পৌঁছনোর জন্য আড়াআড়িভাবে আরও একটি টানেল কাটা হয়। পাইপলাইনের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। যদিও শিশুটি নড়াচড়া বন্ধ করে দেয় বলে জানিয়েছিল প্রশাসনের আধিকারিকরা।স্থানীয় প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর যৌথ উদ্ধার অভিযান শুরু করেছিল। তবে এতো লড়াই করেও শেষ রক্ষা হলো না, মৃত প্রহ্লাদের পরিবারের অভিযোগ, উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল