নিজস্ব সংবাদদাতা : বাংলায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ফের কমতে শুরু করেছে। বাড়ছে সুস্থতার হার। কমছে মৃত্যু হারও। সব মিলিয়ে কিছুটা স্বস্তি রাজ্যে। বাংলায় কোভিড সক্রিয় রোগীর সংখ্যা নেমে এল ৩৪ হাজারের ঘরে। রবিবার রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছে তাতেও দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। এদিনের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২০ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৩ জন। একদিনে কোভিড নিয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৯ জনের। গতকালই বাংলার মোট সংক্রমণ চার লক্ষের গণ্ডি পার করেছিল। শেষ পাওয়া বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার লক্ষ পাঁচ হাজার ৩১৪ জন। সেরে উঠেছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৪৫৪ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৪ জনের। এই মুহূর্তে রাজ্যে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৬৬ জন। যা দিন দশেক আগেও ৩৭ হাজারের ঘরে ছিল। এদিনের বুলেটিনেও শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্ত হয়েছে ৮১৩ জন, উত্তর ২৪ পরগনায় ৭৯৬ জন। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় দুশোর বেশি করে মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও দার্জিলিঙে শতাধিক মানুষ একদিনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৪৯ লক্ষ ১৪ হাজার ৭৪১ টি। ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৫৪,৬০৮ জন। এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে।আরও ২ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে। আরও ৫টি বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন