নিজস্ব সংবাদদাতা : একুশে বাংলায় বিজেপির মুখ কে? জবাবে বাংলায় দাঁড়িয়ে বিজেপি শিবিরের দ্বিতীয় শক্তিধর অমিত শাহ জানালেন ,’প্রয়োজন পড়লে ব্যক্তিও চলে আসবেন। মুখও চলে আসবে। বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।’প্রশ্ন উঠেছে, সেই ব্যক্তিটি কে? কার কথা ইঙ্গিত করতে চাইছেন অমিত শাহ।বিজেপি সূত্রে এও খবর, বাঁকুড়ায় দলের কর্মী সম্মেলনে এদিন অমিত শাহ আরও একটি কথা দিলীপ ঘোষদের সামনে স্পষ্ট করে দেন। তা হল—অন্য দল থেকে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁদের যোগ্য সম্মান দিতে হবে। মিলে মিশে কাজ করতে হবে। পরে সাংবাদিকদের অমিত শাহ আরও বলেন, ‘বিজেপি গত পাঁচ-ছ’বছরে অনেক রাজ্যে জিতেছে যেখানে মুখ ছিল না। যেমন, উত্তরপ্রদেশ। সেখানে তিনশোর বেশি আসনে জিতেছিল বিজেপি।’মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওজনদার রাজনৈতিক মুখ যে বাংলা বিজেপিতে এখনও নেই তা বাস্তব। প্রতিটি রাজ্যেরই নিজস্ব রাজনৈতিক গতিশীলতা রয়েছে। পর্যবেক্ষকদের শুধু একুশের ভোটে নয় ষোলো সালে বিধানসভা ভোটেও তৃণমূলের অন্যতম ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ।তৃণমূলনেত্রী নিজেও বলতেন, ২৯২ টি আসনে তিনিই প্রার্থী। যদিও রাজ্য বিজেপির দাবি, ‘মুখও পুরনো হয়ে যায়’। রেশনের চাল চুরি , আমফানের টাকা লুঠ , কাটমানি সহ একাধিক ইস্যুতে এখন বিজেপির নিশানায় তৃণমূল। তাই একুশের ভোটের আগে বাংলায় শাসক দলে যে বড় ভাঙন হতে পারে সে ব্যাপারে যেমন বিজেপি শিবিরের দাবি রয়েছে,তেমনি বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান সম্প্রতি বলেছেন, ‘ডিসেম্বর থেকে ভাঙন শুরু হবে তৃণমূলে। বিধায়ক, নেতা, মন্ত্রী দলে দলে যোগ দেবেন বিজেপিতে’। এখন দেখার সময় যত এগোয় বঙ্গ রাজনীতি কোন দিকে মোড় নেয়।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন