নিজস্ব সংবাদদাতা : আড়াই সপ্তাহ ধরে টানা এ রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হচ্ছেন বেশি মানুষ। যার ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছে হুহু করে। লক্ষ্মী পুজোর আগে বাংলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ৩৭ হাজারের ঘরে। কালী পুজোর পর সেটাই নেমে এল ২৭ হাজারে। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ১২ জন। অন্য দিকে সেরে উঠেছেন ৪ হাজার ৩৭৬ জন। অর্থাত্ আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন প্রায় দেড় হাজার বেশি মানুষ। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪লক্ষ ৩৪ হাজার ৫৬৩ জন। সেরে উঠেছেন ৩ লক্ষ ৯৮ হাজার ৯৫২ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭১৪ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৮৯৮ জন।প্রসঙ্গত, উত্সবের মরশুম শুরুর আগে ভাবা হয়েছিল দূর্গাপুজো, কালীপুজোয় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়বে। কিন্তু বাস্তবে দেখা গেল, উত্সবের মরশুমে সেভাবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। সর্বাধিক ৪,১০০-এর আশেপাশেই ছিল এই আক্রান্তের সংখ্যা। তবে সোমবারের এই সংখ্যা আগের সব রেকর্ডকেই ভেঙে দিয়েছে। এদিন ৩ হাজার আক্রান্তের সংখ্যা প্রশাসনিক কর্তাদের চিন্তা অনেকটাই দূর করেছে। জেলাওয়াড়ি তথ্যের দিকে তাকালে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২৩ জেলাতেই সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে নিয়মমতো শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা। এই দুই জেলায় সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৭২৮ ও ৭১৮ জন। তবে দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন করে করোনা রোগী।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার