নিজস্ব সংবাদদাতা : দীপাবলিতে আমজনতাকে আশা জোগাচ্ছে বাংলার কোভিড গ্রাফ। শনিবারও ঊর্ধ্বমুখী ছিল সুস্থতার হার। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯১.০৪ শতাংশ। করোনা পরিস্থিতিতে উত্সবের মরশুমে আরোপ হয়েছে হাজারও বিধিনিষেধ। দীপাবলিতে বাজি বিক্রি এবং পোড়ানোর ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে রাজ্যের দৈনিক সংক্রমিতের গ্রাফ নিম্নমুখী হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে আমজনতা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৩ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য কম। তবে একদিনে কলকাতার সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। প্রতি দিন যত সংখ্যক কোভিড পরীক্ষা করা হয়, তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই হিসেবে শনিবার সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮.৬৬ শতাংশ। তিলোত্তমায় আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের এই জেলায় একদিনে সংক্রমিত ৮২০ জন। তার ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮ জন। মৃত্যুর গ্রাফটাও একটু একটু করে নামছে। এক সময় যে সংখ্যাটা দৈনিক ৬০ উপরে উঠেছিল, এখন তা ৫০-এর ঘরে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ কেড়েছে ৫৩ জনের। তার ফলে বর্তমানে মোট করোনার বলি ৭ হাজার ৬১০।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে