নিজস্ব সংবাদদাতা : এই বছর একাধিক তারকাদের হারিয়েছে বিনোদন জগত্, তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু যেন স্তব্ধ করে দিয়েছে বিশ্বজোড়া বাঙালিকে। গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে। শোকপ্রকাশ করে পুরনো স্মৃতিও তুলে ধরেছিলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, ঋতাভরী চক্রবর্তী সকলেই। একের পর এক পোস্টে শোকপ্রকাশ করেছেন তাঁরা। এবার শেষ শ্রদ্ধা জানাল ‘আমুল’ । সাদা কালো ছবিতে সৌমিত্র এবং আমূলের কার্টুন মেয়েটির হাতে ধরা মোমবাতি। চোখে মুখে চাপা দুঃখ। ‘বাংলা মিত্রহীন’ লিখে শেয়ার করা হয়েছে সেই পোস্ট।ক্যাপশনে লেখা, “বাংলা তার অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারিয়ে শোকস্তব্ধ।” সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে বিজ্ঞাপন করে আমুল। সে কোনো ঘটনাই হোক বা দেশের কোনো কৃতিত্ব- সবকিছুই থাকে তাদের মাখনের বিজ্ঞাপনে। আর তা নিয়ে চর্চাও কম হয় না। কারণ অত্যন্ত মুনশিয়ানা থাকে বিজ্ঞাপনের ভাষা এবং তাঁর পরিবেশনে। তবে আমুলের এই পোস্টে দুঃখটা যেন আরও চাগার দিয়ে উঠল বাঙালির। তবে, শুধু আমূল একা নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছে আর একটি বহুজাতিক সংস্থা ক্যাডবেরিও। তাঁদের বেগুনির উপর সাদা দিয়ে লেখা ‘তোমারে সেলাম’। সঙ্গে সৌমিত্রর অবয়ব।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে