নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের আগে ঘুটি সাজাচ্ছে বিজেপি। হাতে মাত্র কয়েকমাস সময় ফলে শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ যে বাংলা, তা আর বলার অপেক্ষা রাখে না। ফের পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত হলেন কৈলাশ বিজয়বর্গীয়। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হিসাবে চলতি বছরেই ৫ বছর পূর্ণ করেছেন বিজয়বর্গীয়। ২০১৫ সালের জুলাইয়ে সিদ্ধার্থনাথ সিংকে সরিয়ে তাঁকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল দলের শীর্ষ নেতৃত্ব। সেই থেকে পশ্চিমবঙ্গে দলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগের মাধ্যম তিনি। সেই সঙ্গে অরবিন্দ মেননের পাশাপাশি, রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক হলেন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য। যা নির্বাচনের আগে বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান থেকে কর্পোরেট অফিসার, সবাই আজ টেকস্যাভি। আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা সংবাদপত্র পড়ার থেকে অনেক বেশি গুরুত্ব দেয় ডিজিটাল মিডিয়ায় খবর পড়াকে। সেই কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য ডিজিটাল মিডিয়া দিন কে দিন ধারালো হয়ে উঠছে। মূলত সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক হিসেবে এবার দেখা যাবে অমিত মালব্যকে। বিজেপির আইটি সেল এর প্রধান হিসেবে বহুদিন ধরে কাজ করছেন অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ আস্থাভাজন তিনি। তাই বাংলায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার আরো ভালো করে তুলতেই অমিতকে এরাজ্যে সহ পর্যবেক্ষক করে পাঠানো হল বলে রাজনৈতিক মহল মনে করছে।সর্বভারতীয় আইটি সেল এর দায়িত্বে থাকলেও আগামীদিনে অমিতকে যে বাংলাতেই বেশি করে দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না ।
New Hopes New Visions
More Stories
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির