নিজস্ব সংবাদদাতা : ১৯৮৫ সালে আইআইটি বম্বে থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন অরুণ মজুমদার। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। তারপর থেকে শুধুই উপরের দিকে উঠেছেন এই বাঙালি। অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আমেরিকার বেশ কয়েকটি নামী অ্যাকাডেমির সদস্যও বটে। শোনা যাচ্ছে , অধ্যাপক অরুণ মজুমদারের নয়া মার্কিন মন্ত্রিসভার সদস্য হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। অন্যদিকে ,মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের প্রশাসনে সেক্রেটারি অব হেলথ বা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন ডাক্তার বিবেক মূর্তি। বিবেক মূর্তি ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম সার্জন জেনারেল নির্বাচিত হন। তাঁকে মনোনীত করেন তত্কালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর কার্যকাল আমেরিকায় মাদক ও মদ্যপান আসক্তি নিয়ে দারুণ কাজ করেছেন মূর্তি। তবে তাঁর মনোনয়ন একবছর ধরে আটকে রেখেছিল সেনেট। পরে সরকারি পদ ছাড়ার পর তিনি একাকীত্বে ভুগছিলেন। সেকথা সরকারকে চিঠি লিখে জানিয়েওছিলেন তিনি।বিবেক মূর্তি বর্তমানে আমেরিকার কোভিড সংক্রান্ত উপদেষ্টা বোর্ডের সহ-অধিকর্তা। করোনা ভাইরাস ইস্যুতে বাইডেনের ঘনিষ্ট মহলে রয়েছেন বিবেক মূর্তি। একইভাবে অরুণ মজুমদারও শক্তি বিষয়ক ইস্যুতে বাইডেনের কাছের লোক। বর্তমানে মজুমদার অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি-এনার্জির ডিরেক্টর পদে রয়েছেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল