নিজস্ব সংবাদদাতা : ই এম বাইপাসের ধরে পূর্বাশা আবাসনের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। সকলকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। প্রায় ৭০ থেকে ৮০টি ঝুপড়ি রয়েছে। ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই অগ্নিকাণ্ডের ফলে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কাদাপাড়া, কাঁকুড়গাছি, উল্টোডাঙায় ব্যাপক যানজট তৈরি হয়। স্থানীয় যুবকরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। অসংখ্য ঝুপড়ি সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। শীতের রাতে শিশু, বৃদ্ধ-সহ সহায় সম্বলহীন হয়ে পড়েছেন মানুষ। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার লোকজনের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরই আমরা এখানে চলে আসি। ফিরহাদ হাকিম, সাধন পাণ্ডেও এসেছেন। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিছু পকেটে পকেটে এখনও আগুন জ্বলছে। সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে।’ তিনি আরও বলেন, ‘যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁদের পাশে সরকার দাঁড়াবে। পুলিশকে একটা ক্ষয়ক্ষতির হিসেব করতে বলা হয়েছে।’মুখ্যমন্ত্রী ঘটনার উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ঝুপড়িবাসীদের দ্রুত ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে শুধু কান্নার শব্দ। হতভাগ্য বাসিন্দারা বলছেন , ‘আর কিচ্ছু নেই। কোনও রকমে বউ, ছেলেকে নিয়ে ঘর থেকে বেরোতে পেরেছিলাম। শীতের পোশাক থেকে সব কিছু ছাই হয়ে গেল। কোথায় যাব, কী করব জানি না!’
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন