মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বাগবাজারের সিঁদুরখেলা এইবার হচ্ছে না

বাগবাজার সর্বজনীনের সিঁদুরখেলা অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর বাগবাজারের সিঁদুরখেলা দেখতে অনেক দূর থেকে আসেন অনেকে। এবার করোনা-কালে সেই সিঁদুরখেলাতেও পড়েছে কোপ। উদ্যোক্তারা জানিয়েছেন–

এবছর সিঁদুরখেলা হবে না। কেউ বরণ করতে চাইলে, তা করেই চলে যাবেন।
পুজো প্রাঙ্গনে কেউ আড্ডা দিতে পারবেন না।
উত্তর কলকাতার আরেকটি বড় পুজো হল কলেজ স্কোয়ার। দর্শকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল কলেজ স্কোয়ারের প্রতিমা এবং আলোকসজ্জা। কিন্তু, তা দেখতে এবার ভিড় জমলে সমস্যা। তাই ভিড় ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন পুজো উদ্যোক্তারা—

কলেজ স্কোয়ারের পুজো দেখতে এবার ঢুকতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের গেট দিয়ে।
মহাবোধি সোসাইটির গেট দিয়ে বেরোবেন দর্শনার্থীরা।
একেকবারে ১৫ থেকে ২০ জনকে ঢুকতে দেওয়া হবে।
২০ ফুটের রাস্তায় নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হবে।
যাতে দর্শনার্থীদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় থাকে।
কেউ মাস্ক না পরে থাকলে, তাঁকে মাস্ক দেওয়া হবে।
দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজারের ব্যবস্থাও।
একইভাবে ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে নাকতলা উদয়নন সঙ্ঘও। এবার মুদিয়ালিতে অঞ্জলি ও সন্ধিপুজোর সময় শুধু থাকতে পারবেন পাড়ার বাসিন্দারাই। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও প্রবেশাধিকার থাকবে শুধুমাত্র পাড়ার বাসিন্দাদের। ম্যাডক্স স্কোয়ারে বন্ধ থাকবে আড্ডা।

Report by Staff Reporter
Reported on – 17-October-2020

Share this News
error: Content is protected !!