মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বাগবাজারের সেন্ট্রাল স্টোর কোভ্যাকসিন যা চ্ছে জেলায় জেলায়

কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিন । কলকাতা বাগবাজারের সেন্ট্রাল স্টোর থেকে পাঠানো হচ্ছে জেলায় জেলায়। পাশাপাশি মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে পুলিশ, পুরকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ৷

সূত্রের খবর,বাগবাজারের সেন্ট্রাল স্টোর থেকে কোভ্যাকসিন পাঠানো হচ্ছে জেলায় জেলায়। রাজ্যের হাতে এই মুহূর্তে ১ লক্ষ ১৩ হাজার কোভ্যাকসিনের ডোজ রয়েছে বলে খবর৷ এর মধ্যে কলকাতার জন্য বরাদ্দ ২৩ হাজার৷ রাজ্যে শুরু হয়েছে করোনা টিকাকরণ কর্মসূচি৷ কিন্তু সেখানে শুধু কোভিশিল্ড দেওয়া হচ্ছে৷ এবার কোভ্যাকসিন টিকাও দেওয়া হবে৷

এদিকে মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে পুলিশ, পুরকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ। পাশাপাশি রাজ্যজুড়ে ডাক্তার- স্বাস্থ্যকর্মীদের টিকাকরণও চলবে।

কিছুদিন আগেই রাজ্যে এসেছে ১ লক্ষ ১২ হাজার ৯৬০ ডোজের টিকা কোভ্যাকসিন । যা ভারত বায়োটেক এবং আইসিএম‌আরের যৌথ গবেষণায় তৈরি হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকার প্রোটোকল‌ই বণ্টন প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে খবর৷

Report by web desk
Reported on – 04/02/2021

Share this News
error: Content is protected !!