নিজস্ব সংবাদদাতা : ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে বহু প্রতীক্ষিত ম্যাক্সি স্কুটার Aprilla SXR 160 । এই স্কুটি প্রথম চলতি বছরের অটো এক্সপোতে দেখানো হয়েছিল। স্কুটির আকর্ষণীয় ডিজাইন ও স্পেসিফিকেশন জেনেই ভারতীয় গ্রাহকরা স্কুটির জন্য অধীর অপেক্ষায় বসেছিল। এখন থেকে মাত্র ৫০০০ টাকার টোকেন মূল্য দিয়ে এই স্কুটি বুক করে নিতে পারবে ভারতীয় গ্রাহকরা। Aprilla SXR 160 স্কুটিতে স্প্লিট এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। এছাড়া এই স্কুটিতে ডেটাইম রানিং লাইটের ব্যবস্থা আছে। উইন্ড ব্লাস্ট থেকে রক্ষা পাওয়ার জন্য একটি লম্বা উইন্ডস্ক্রীন দেয়া হয়েছে এই স্কুটিতে। এছাড়া এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার দেয়া হয়েছে যার মধ্যে স্পিডোমিটার, টেকোমিটার, ইঞ্জিল অয়েল টেম্পারেচার, এক্সটার্নাল টেম্পারেচার এবং ইন্ডিকেটর সাইন থাকবে। স্কুটির সামনের চাকায় ২২০ মিমির ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ১৬০ মিমির ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য আছে সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম। এই স্কুটিতে ১৬০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৩ তে ভালভ, এয়ার কুল ইঞ্জিন দেখা যাবে যার মধ্যে অত্যাধুনিক ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আগের স্কুটির তুলনায় এর ওজন আরো ৭ কেজি বৃদ্ধি পেয়েছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা