নিজস্ব সংবাদদাতা : দুনিয়ার বেশিরভাগ দেশ ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বিচ্ছিন্ন করেছে। ভারতও করেছিল ২৩ ডিসেম্বর। আজ ফের ব্রিটেন থেকে এদেশে বিমান আসা চালু করল কেন্দ্র। তার পরেই দিল্লি বিমান বন্দরে নামল এয়ার ইন্ডিয়ার বিমান। ব্রিটেন থেকে ২৪৬ জনকে নিয়ে দিল্লিতে নামল এয়ার ইন্ডিয়ার বিমান। যার জেরে আতঙ্কে গোটা দেশ। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, ভারত এবং ব্রিটেনের মধ্যে সপ্তাহে ৩০টি বিমান চলাচল করবে। ১৫টি ভারতীয় সংস্থার, ১৫টি ব্রিটিশ সংস্থার। ২৩ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম। এই নিয়েই সরব বিরোধীরা। করোনার নতুন স্ট্রেনের দাপটে জেরবার গোটা দুনিয়া। সবথেকে বেশি বিধ্বস্ত ব্রিটেন। ইতিমধ্যে সেখানে কড়া লকডাউন জারি। প্রথমে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, যুক্তরাজ্যের সঙ্গে বিমান পরিষেবা স্থগিত রাখা হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে যুক্তরাজ্য থেকে আসা একের পর এক যাত্রীর মধ্যে নতুন স্ট্রেনের সন্ধান পাওয়ার পর স্থগিতাদেশের মেয়াদ ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। , ৮ জানুয়ারি থেকে আবার সেই যোগাযোগ চালু করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতে ৮২ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন মিলেছে। বেশিরভাগই এসেছেন বিলেত থেকে। নয়তো তাঁদের সংস্পর্শে এসেছেন। এই পরিস্থিতিতে কেন ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ চালু হল, প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধও করেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দেশের কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তা হলে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফের কেন মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে?’
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 09/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল