নিজস্ব সংবাদদাতা : কোভিড আক্রান্তের বাড়িতে পোস্টার সাঁটাকে কেন্দ্র করে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়লো কেন্দ্র। আদালতের মতে , কোভিড আক্রান্তের বাড়িতে একবার পোস্টার সাঁটালেই তাঁদের সঙ্গে অস্পৃশ্যের মতো আচরণ করা হয়। কেন্দ্র সরকারের পক্ষ থেকে তার উত্তরে বলা হয়, কোভিড আক্রান্তদের অপবাদ দেওয়ার জন্য নয়, বরং পোস্টার সাঁটানো হচ্ছে অন্যদের সুরক্ষিত রাখার জন্য। কিন্তু অশোক ভূষণ, সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ জানিয়ে দেয়, বাস্তব চিত্র অন্যরকম। একবার পোস্টার পড়লেই করোনা আক্রান্তদের সঙ্গে অস্পৃশ্যের মতো আচরণ করা হচ্ছে। ৩ নভেম্বর দিল্লির আপ সরকার দিল্লি হাইকোর্টকে জানায়, তারা তাদের আধিকারিকদের এই পোস্টার না সাঁটানোর নির্দেশ দিয়েছে। যে ক’টি ইতিমধ্যে সাঁটানো হয়েছে তা তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই ৫ নভেম্বর শীর্ষ আদালত কেন্দ্রকে একই পন্থা নেওয়ার ব্যাপারে বিবেচনা করার নির্দেশ দেয়। তারপরে কুশ কালরা নামক এক আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেন যাতে কোভিড আক্রান্তদের কোনওরকম পরিচয় প্রকাশ না করা হয়। এর ফলে গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান তিনি। দেশজুড়ে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি পোস্টার সাঁটানো বন্ধ করা যায় কি না তা কেন্দ্রকে বিবেচনা করে নির্দেশিকা জারি করতে বলেছিল শীর্ষ আদালত। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান কিছু কিছু রাজ্য নিজের মতো করে রোগ প্রতিরোধ করছে। মেহতা জানান, কেন্দ্রের পক্ষ থেকে একটি আবেদন রুজু করা হয়েছে। এরপর শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ জানায়, সেই আবেদন তাঁদের রেকর্ডে এলে আগামী বৃহস্পতিবার তা নিয়ে মতামত দেওয়া হবে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল