নিজস্ব সংবাদদাতা : ৫৫তম জন্মদিনে এ বার দেশে উপস্থিত ছিলেন না শাহরুখ খান! খবর বলছে যে শাহরুখ এ বছরে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, দুই ছেলে আরিয়ান আর আব্রামকে নিয়ে পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সঙ্গে ছিলেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু- পরিচালক, প্রযোজক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। সবাই মিলে বেশ হইহই করে দুবাইয়ে নায়কের জন্মদিনটা উপভোগ করেছেন! বাদশার জন্মদিনে বিশেষ আপ্যায়নের বন্দোবস্ত করেছিল দুবাই, পৃথিবীর বৃহত্তম বহুতল বুর্জ খলিফার মাধ্যমে। বিশেষ ঘটনা উপলক্ষ্যে এই বহুতলের গায়ে দেখা যায় লাইট অ্যান্ড সাউন্ড শো, শাহরুখের জন্মদিনেও তার ব্যতিক্রম হল না। এই বহুতল সেজে উঠল নায়ক-অভিনীত দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, রা ওয়ান, ডন এবং আরও বেশ কিছু ছবির স্থিরচিত্রের স্লাইড শোয়ে।এ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত দুবাইকে খুব স্বাভাবিক ভাবেই ধন্যবাদ জানিয়েছেন নায়ক। বিশেষ করে উল্লেখ করতে ভোলেননি যে তাঁর সন্তানেরা বিশ্বের সব চেয়ে বড় স্ক্রিনে বাবাকে দেখতে পেয়ে যারপরনাই আহ্লাদিত! প্রসঙ্গত শাহরুখ ও দেশের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এখন অ্যাম্বাসাডর নিজে যদি পর্যটনে আসেন, দেশ কি তাঁকে বিমুখ করতে পারে? তাঁর সম্মানে তাই আপ্যায়নের খামতি রাখেনি মরু প্রদেশ। যাঁরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ দিয়ে স্পেশাল ভিডিও পোস্ট করেছেন কিং খান। কেকেআরের প্লে অফের আশা এখনও বেঁচে আছে । যদি সেটা হয় তাহলে সংযুক্ত আরব আমিরশাহির এই জন্মদিন কিং খানের কাছে যে নিশ্চিতভাবে আরও স্পেশাল হবে তা বলার অপেক্ষা রাখে না ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল