চলছে টিভি রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’৷ শোয়ে এবার নেপোটিজমের বিষয়টি উঠে আসে। সম্প্রতি, সঙ্গীতশিল্পী এবং প্রতিযোগী রাহুল বৈদ্য কুমার শানু এবং প্রতিযোগী জানের দিকে আঙুল তোলেন৷ যেহেতু জানের বাবা কুমার শানু , তাই জানের ক্ষেত্রে নেপোটিজিপের আরোপ করা হয়৷ এরপরেই শোয়ের হোস্ট সলমান খান রাহুলের মন্তব্যেকে হাতিয়ার করে, তাঁকেই প্রশ্ন করতে থাকেন৷ যার উত্তর কোনওভাবে দিতে পারেননি রাহুল৷ কারণ বলিউডের নেপোটিজম নিয়ে অভিযোগ করেন রাহুল এবং এর যে কোনও ভিত্তি নেই তা উপস্থিত কুমার শানুর ছেলের থেকেই স্পষ্ট৷ সলমন তাই জানকে সরাসরি প্রশ্ন করেন যে তাঁর বাবা কুমার শানু, তাঁকে কোনওভাবে বলিউডে আসতে বা টিকে থাকতে সাহায্য করেছেন কিনা৷ কিন্তু জান জানিয়ে দেন যে তাঁর ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা৷ অর্থাৎ নোপোটিজমের তত্ত্ব তাঁর জন্য খটে না৷ অর্থাৎ শানু ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও নেপোটিজম বা পক্ষপাতিত্বের অভিযোগ নেই৷ কিন্তু বাবার থেকে কোনও রকম সাহায্য না পাওয়ায় বেশ হতাশ জান৷ তাঁর গলায় ধরা পড়ে সেই আক্ষেপ৷
কুমার শানুর ছেলে স্পষ্ট জানিয়েছেন যে বাবা হিসেবে শানু কখনই তাঁর প্রতি পক্ষপাতীত্ব করেননি বা কোনওভাবেই তাঁকে সাহায্যও করেননি। জান বিগ বসের অনুরাগী ছিলেন এবং সব সময় শোতে যাওয়ার স্বপ্ন দেখতেন। সে কারণেই তিনি বিগ বসে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুমার শানু বলেছিলেন- ‘জান একজন বুদ্ধিমান এবং খুব ভাল ব্যক্তি। তিনি সবসময় মানুষকে সাহায্য করেন। তিনি যখন বিগ বসে যাওয়ার সিদ্ধান্ত নেন, আমি তাঁর সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হইনি। আমি চাইনি যে তিনি বিগ বসের ঘরে আমার ছেলে যান। কারণ, সেখানে যেমন অনেক চাপ রয়েছে তেমনই বিগ বসের প্রতিযোগীদের নিয়ে অনেক গুজবও ছড়ানো হয়। সেখানে কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।’ তাই প্রথমিকভাবে ছেলে বিগ বসে যাক, চাননি শানু৷
Reported on – 02/11/2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল