মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বার্ড ফ্লুয়ের জেরে বিপাকে ধোনির ব্যবসা

নিজস্ব সংবাদদাতা : ধোনি আপাতত নিজের পোল্ট্রি ফার্মের কাজ স্থগিত করে দিয়েছেন। ধোনির অর্ডার করা ২০০০টি করে কড়কনাথ এবং গ্রামপ্রিয়া চিকেন শিপিংয়ের জন্য প্রস্তুতও ছিল। কিন্তু তার আগেই বার্ড ফ্লু-র ধাক্কা এবার ধোনির পোল্ট্রি খামারে। গত বছরই ধোনি নিজের মুরগির খামারের জন্য ২০০০টি কড়কনাথ চিকেনের অর্ডার দিয়েছিলেন। এই মাসে ধোনির ফার্মে আসার আগেই সেই মুরগির অধিকাংশ মারা গেল পাখিদের এই সংক্রামক রোগে। কড়কনাথ চিকেনের অর্ডার দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের ঝাবুয়ায়। আর হায়দরাবাদ থেকে আসার কথা ছিল গ্রামপ্রিয়া চিকেনের। বার্ড ফ্লু-র বাড়বাড়ন্ত হওয়ার পরই দুই ধরণের চিকেনের শিপমেন্ট এখন বন্ধ করে দেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লু-র কারণে মধ্যপ্রদেশে ২৫০০ কড়কনাথ চিকেন মারা গিয়েছে। ঝাবুয়ার রুন্ডিপাড়া গ্রামের এক মুরগি খামারের ডিরেক্টর বিনোদ মেদা জানিয়েছেন, ‘অর্ডার পেয়ে শেষ চার মাসে ২৮৫০টি চিকেন তৈরি করেছিলাম। জানুয়ারি মাসের ১০ তারিখেই ধোনির খামারে ২০০০টি কড়কনাথ পাঠানোর কথা ছিল। তবে শেষ চার-পাঁচ দিনে অধিকাংশ মুরগি মারা গিয়েছে। এখন কেবল ২৫০টা চিকেন রয়ে গিয়েছে।’ ধোনির খামারের দায়িত্বে থাকা ডক্টর বিশ্বরাজন, যিনি দুই ধরনের মুরগির খামারের তদারকি করছেন তিনিই জানিয়েছেন অর্ডার বাতিল করে দেওয়ার প্রসঙ্গটি। বার্ড ফ্লুয়ের আতঙ্কে কার্যত ঘুম উড়তে চলেছে সাধারণ মানুষের! একের পর এক রাজ্যে বার্ড ফ্লুয়ের আতঙ্ক। হিমাচল, মধ্য প্রদেশ, দিল্লিতে ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু। সংক্রমণ রুখতে রাজধানীতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার দিল্লির বিভিন্ন অঞ্চলে মুরগির মাংস, ডিম বিক্রি’র উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, হোটেলগুলিকে আপাতর ডিম-মাংস সংক্রান্ত খাবার বিক্রি না করার জন্যে বলা হয়েছে। অন্য কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত মাংস বা মাংস সংক্রান্ত কোনও পণ্য বিক্রি করা যাবে না। সব রেস্তরাঁকেও মাংস ও ডিম সংক্রান্ত খাবার নিষিদ্ধ করতে বলে ইতিমধ্যেই পৌঁছেছে নির্দেশিকা। যদি কেউ এই নির্দেশিকা অমান্য করে তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্পোরেশন।

Report by web desk
Reported on – 14/01/2021

Share this News
error: Content is protected !!