নিজস্ব সংবাদদাতা : মারণ বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত দেখা গিয়েছে। এবার বার্ড ফ্লুয়ের কালো ছায়া রাজধানী দিল্লিতে দেখা দিল। দিল্লির ময়ূর বিহার ফেজ-৩ এলাকায় আচমকা ১০০টির বেশি কাকের মৃত্যুতে বার্ড ফ্লুয়ের আতঙ্ক দেখা দিয়েছে। উড়ন্ত অবস্থায় একশো কাকের মৃত্যুর ঘটনা ঘটার পর চিকিত্সকের দল তত্ক্ষণাত এ-২ সেন্ট্রাল পার্কে পৌঁছে যান। ওই এলাকার এক বাসিন্দা টিঙ্কু চৌধুরি জানিয়েছেন যে এই ঘটনা দেখার পর তিনি চিকিত্সকদের ফোন করেন। তাঁর মনে হয়েছিল যে হয়ত ঠাণ্ডা ও ফ্লুয়ের কারণে কাকগুলির মৃত্যু হয়। তবে তা যথাযথ ল্যাব টেস্টের মাধ্যমেই সেটা বোঝা যাবে। যদিও রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছে। তাঁদের দাবি, এই কাকগুলি গত তিনদিন ধরে পার্কে মৃত অবস্থায় পড়ে রয়েছে। বুধবারই কেন্দ্রের পক্ষ থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার চারটি রাজ্যের ১২টি উত্সকেন্দ্রের কথা জানায়। চার রাজ্যের পোলট্রির হাঁস, মুরগি ও গৃহপালিত পাখিগুলির কালিং করা হচ্ছে। পোলট্রি ও পোলট্রিজাত খাবার মাংস, ডিম বেচাকেনার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।গুজরাটের জুনাগড় থেকে দু’টি মৃতপ্রায় পাখি উদ্ধার হয়েছে। তা পরীক্ষা করে বার্ড ফ্লু ভাইরাসের হদিশ মিলেছে। জুনাগড়ের পশুপালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডিডি পানেরা বলেন, ‘খারো দামের কাছ থেকে গত ৩ জানুয়ারি দু’টি ল্যাপউইংস উদ্ধার হয়েছে। পরে রোগের কারণে পাখি দু’টি মারা যায়। সেগুলি পরীক্ষার জন্য ভোপালে পাঠানো হয়েছিল। আজ জানা গেছে, তাদের শরীরে বার্ড ফ্লু-র ভাইরাস ছিল। তারপরই গোটা এলাকা স্যানিটাইজ করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এই অতিমারী আবহে এখনও পর্যন্ত দেশের ১২টি স্থানে পাখি মৃত্যু ঘিরে বার্ড ফ্লু-র আতঙ্ক ছড়িয়েছে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল