নিজস্ব সংবাদদাতা : লকডাউনের সময় দীর্ঘদিন বন্ধ ছিল বাসের চাকা। আনলক পর্বে ধীরে ধীরে চলতে শুরু করে বাস-মিনিবাস। বেসরকারি বাসের নূন্যতম ভাড়া সরকার ধার্য্য করেছিল ৭ টাকা। কিন্তু তা না মেনে বাস মালিকারা নিতে থাকেন ১০ টাকা। দুটি-তিনটি স্টপেজের ক্ষেত্রেও ১০ টাকাই নেওয়া হতে থাকে। যার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।কলকাতা বা শহরতলির রাস্তায় অটোর দৌরাত্ম্য থামাতে পারেনি রাজ্য সরকার। ইচ্ছামতো ভাড়া নেওয়টাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যা সাহস জুগিয়েছে বাস মালিক সংগঠনগুলিকে। বাস মালিকদের অবশ্য বক্তব্য, “স্কুল-কলেজ এবং সব অফিস না খোলায় যাত্রী সংখ্যা কম হচ্ছে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম এবং যন্ত্রাংশের দাম বেড়েছে। ফলে ভাড়া বাড়ানোটাই অত্যন্ত জরুরী।” বাস মালিকদের দাবি, কিছু জায়গায় এখনও বাসের সর্বনিম্ন ভাড়া ৭টাকা। ৭ টাকা রাখলে চলবে না সেই ভাড়া দ্বিগুণ করতে হবে । অর্থাত্ বাসে উঠলেই ন্যূনতম ১৪ টাকা ভাড়া দিতে হবে। এমনই দাবি জানিয়েছে বাস-মিনিবাস অ্যাসোসিয়েশনগুলি। এমনকি তাদের এই দাবি মেনে না নিলে বাস চালাবেন না এমনও জানান বাস মালিক সংগঠনগুলি। এছাড়াও তাদের হুঁশিয়ারি বাস না চললে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে। এমনকি দাবি না মানলে বড় আন্দোলনের পথে নামার ইঙ্গিত দেন তারা।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 31/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন