নিজস্ব সংবাদদাতা : আসানসোলের কুলটি থানার ৬৪নম্বর ওয়ার্ডের কুলটি নেহেরু স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকার শিশু মঙ্গল স্কুলের পাশে নিজের বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ । মৃতার নাম শান্তি দত্ত (৫৮) । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা প্রসাদ দাস ও কুলটি থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার বিষয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা প্রসাদ বলেন অরুপ দত্ত নামে এক যুবক কালকে তার মা নিখোঁজ বলে প্রতিবেশীদের জানিয়ে ছিলেন !পরদিন তাঁর মায়ের মৃতদেহ নিজের বাড়ির কুয়ো থেকে উদ্ধার হয়েছে । স্থানীয় সূত্রে খবর অরুপ দত্ত তার মাকে প্রায় মারধোর করতো । অনুমান করা হচ্ছে সাংসারিক অশান্তির কারনে মাকে মেরে নিজের বাড়ির কুয়োতে সে ফেলে দিয়েছে! ঘটনার তদেন্ত কুলটি থানার পুলিশ! যদিও ছেলে অরুপ দত্ত মাকে মারধোর বা পারিবারিক অশান্তির কথা অস্বীকার করেছে ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল