মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বিজেপিতেই কি শুভেন্দু অধিকারী?

নিজস্ব সংবাদদাতা : আর জল্পনা নয়, শেষপর্যন্ত বিজেপিতেই যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী! ঘনিষ্ঠমহল সূত্রে তেমনই খবর মিলেছে। জানা দিয়েছে ১৭ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন তিনি। এরপর শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গেরুয়াশিবিরে যোগ দেবেন শুভেন্দু। মঙ্গলবার হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষ্যে একটি অরাজনৈতিক সভায় যোগ দেন শুভেন্দু। সেই সভা থেকে কার্যত ‘ভোটের লড়াই’-এর হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘আমি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করি না। যাঁরা পদে আছেন, তাঁদের অনেকেই আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। সাধারণ মানুষের আঙুলটা এমন জায়গায় পড়বে যে, অনিল বসু, লক্ষণ শেঠদের মতো অবস্থা হবে।’ শুভেন্দুর আরও বক্তব্য, ‘নন্দীগ্রাম আন্দোলন কোনও দল বা ব্যক্তির আন্দোলন ছিল না। মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনে জয়ী হয়েছেন মানুষই।’ রাজ্যের ‘গণতন্ত্র ফেরানো’র ডাক দিয়ে শুভেন্দু বলেন, ‘আমি মন্ত্রিত্ব ছেড়েছি। তাও আমার সভায় মানুষ আসেন। এই যে এত মানুষ এসেছেন, তাঁদের কংগ্রেস, সিপিএম বা বিজেপি আনেনি। মানুষের সঙ্গে আমার সম্পর্ক এত সহজে ভাঙা যাবে না।’

Report by Prasun Das
Reported on – 17/12/2020

Share this News
error: Content is protected !!