প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিজেপির হয়ে লড়াই করে গিয়েছিলেন। বৃদ্ধ বাবা-মায়ের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। কেটে দেওয়া হয়েছিল বিদ্যুতের সংযোগ। ছাড়তে হয়েছিল চাকরি। তারপরেও লড়াই করে এসেছিল সাফল্য। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে স্বামী সৌমিত্রের জন্য হাসিল করে নিয়েছিলেন জয়। বিজেপির হয়ে সেই প্রতিকূল অবস্থায় লড়াই করে সাফল্য ছিনিয়ে নিয়ে এলেও মেলেনি সম্মান। এতেই চটে গিয়েছেন সুজাতা। যার জেরে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন সুজাতা মণ্ডল খাঁ। যোগ দিয়ে তিনি জানিয়েছেন, “তৃণমূলে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। নিজেকে রোমাঞ্চিত বলে মনে হচ্ছে।” বিজেপির অন্দরে দম বন্ধ হয়ে আসছিল বলে দাবি করেছেন বিজেপি সাংসদ সৌমিত্রের স্ত্রী। এবার কী তাহলে সাংসদ সৌমিত্র খাঁ-ও যোগ দেবেন তৃণমূলে? এই প্রশ্নের জবাব এড়িয়ে সুজাতা বলেছেন, “সুমতি হলে আমার স্বামীও তৃণমূলে যোগ দিতেই পারেন। এখনই কিছু বলা যাচ্ছে না।” কংগ্রেসের বিধায়ক ছিলেন সৌমিত্র খাঁ। পরে তৃণমূলে যোগ দেন। ২০১৪ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে তৃণমূলের সাংসদ হন। পরে ২০১৯ সালের জানুয়ারিতে যোগ দেন বিজেপিতে। পদ্মের প্রতীকে ফের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। এই অবস্থায় সুজাতার দলবদলের পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলেও জানা গিয়েছে। সেই সকল প্রশ্নও এড়িয়ে গিয়েছেন সুজাতা। তিনি বলেছেন, “পরিবারের বিষয়টি পরিবারের মধ্যেই থাকুক। রাজনৈতিক মঞ্চে রাজনীতির কথা হোক।”
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা