নিজস্ব সংবাদদাতা : শীত পড়তেই হলদিয়ায় কাঁপন বাম শিবিরে। হলদিয়া সিপিএম-এর বহু চেনেমুখই যাচ্ছেন বিজেপিতে। রামনগরে চলছে বিজেপির যোগদান মেলা। সেখানেই হলদিয়ায় বামফ্রন্টে বড়সড় ভাঙন দেখা গেল। রামনগরে এসেছেন বিজেপির রাজ্য ও কেন্দ্র স্তরের নেতারা। রয়েছেন কৈলাশ বিজয়বগী সহ অনেকেই। আর এদিনই কলকাতায় বিজেপি শিবিরে যোগ দিলেন ২২ জন দাপুটে বাম নেতা। সিপিএম নেতা ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দাপুটে নেতা শ্যামল মাইতি যোগ দিলেন বিজেপিতে। শুধু সিপিএম নয়, শরিক দলের নামকরা নেতারাও যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে। আরএসপি রাজ্য কমিটির সদস্য অশ্বিনী জানা যোগ দিলেন গেরুয়া শিবিরে। আরএসপি জেলা কমিটির আরও ৩ সদস্য যোগ দিচ্ছেন। সিপিএম জেলা কমিটির সদস্য অর্জুন মণ্ডলও যোগ দিলেন বিজেপিতে। প্রায় ৩০০ জন বাম কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে যোগদান মেলা আয়োজন করছে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তাতে বহু মানুষ যোগদান করবে এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু হলদিয়ার মতো খাসতালুকে বামেদের ভাঙনটা যে এতবড় অনেকেই ভাবতে পারেনি। একদা বাম দুর্গ বলে পরিচিত ছিল হলদিয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সক্রিয়তায় হলদিয়ার রঙ লালে লাল হয়ে গিয়েছিল ৮০ এর দশক থেকেই। ক্রমে উত্থান হয়েছে লক্ষণ শেঠের। তারপর গোটা রাজ্যের মতো এখানেও ফুরিয়েছে বামেদের সেই স্বপ্নের দিন। এদিকে দিন তিনেক আগেই দলের হাত ছেড়েছে বিদায়ী কাউন্সিলার রিঙ্কু নস্করও। সিপিএম-এর জেলা নেতৃত্ব অবশ্য বলছে, এতে কোনও ক্ষতি হবে না সিপিএম-এর।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার