নিজস্ব সংবাদদাতা : নদিয়ার গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁয়ত্রিশের বিজয় শীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় গয়েশপুর শ্মশানের কাছে একটি গাছে। রান্নার গ্যাস সরবরাহের কাজ করতেন তিনি। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত বিজয়। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর আর ফেরেননি। এদিন পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন বিজয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে পুলিশ কিছু বলতে রাজি নয় । পরিবারের সদস্যদের অভিযোগ, বিজয়কে সম্প্রতি প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। তবে কে বা কারা সেই হুমকি দিয়েছিল, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তাঁরা। বিজয় শীলের মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে বিজেপি। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়ে টুইটারে মুকুল রায় লিখেছেন, ‘বিজেপি কর্মী বিজয় শীলকে নৃশংস ভাবে খুন করা হল। একই কায়দায়। এ বার নদিয়ার গয়েশপুরে। রাজ্যে আইনশৃঙ্খলা বলতে আর কিছু নেই’। সোমবার ১২ ঘণ্টার বন্ধ ডাকার পাশাপাশি গয়েশপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিজয়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়।যদিও কল্যাণীর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ মুখোপাধ্যায়ের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাঁর বক্তব্য, ”বিজেপি অহেতুক এ নিয়ে রাজনীতি করছে।”
Reported on – 02/11/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন