নিজস্ব সংবাদদাতা : বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ-এর গঠন করা জেলা কমিটি বাতিল করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মর্মে নোটিশ জারি করেছেন তিনি। অনিবার্য কারণ বশত এই কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি যুব মোর্চার জেলা সভাপতিদের পদও বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্য বিজেপি ও তার বিভিন্ন মোর্চার সংগঠনে রদবদল করা হয়। যুব মোর্চার দায়িত্ব দেওয়া হয় বিষ্ণুপুের সাংসদ সৌমিত্র খাঁকে। মোট ৩৮টি কমিটির মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩৬টি কমিটিই ঘোষণা করে দিয়েছিলেন সৌমিত্র। বাকি ছিল মাত্রই ২টি জেলা। কিন্তু দিলীপের এই সিদ্ধান্তের ফলে সৌমিত্রের ওই ঘোষণা একেবারেই মূল্যহীন হয়ে পড়ল। বিজেপি সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলার সভাপতিরা সভাপতি দিলীপের কাছে অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই সৌমিত্র একতরফা ভাবে কমিটি ঘোষণা করে দিয়েছেন। অন্তত ৮টি জেলা থেকে ওই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল। তার মধ্যে আবার ৩-৪টি জেলার অভিযোগ ছিল গুরুতর। ক্রমাগত অভিযোগ আসতে থাকায় বিরক্ত রাজ্য সভাপতি সবক’টি কমিটিই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রের খবর।তবে এই বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সৌমিত্র খাঁ। জানা গেছে, পুজোর পর নতুন কমিটি গঠন করা হবে। ২০২১ সালের নির্বাচনকে লক্ষ্য করে দলের সংগঠন নতুন করে ঢেলে সাজানো হবে। রাজ্য সভাপতির আচমকা এহেন সিদ্ধান্তের পরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে দলের মধ্যে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন