মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বিতর্কিত টুইট ডিলিট করলেন অভিনেত্রী সায়ন ী

তথাগত রায় এবং সায়নী ঘোষের টুইট যুদ্ধ ইতিমধ্যেই আইনি মোড় নিয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় দায়ের করা হয়েছে এফআইআর। আর তারই মাঝে বিতর্কিত ওই টুইটের দায় এড়ালেন সায়নী। ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি বলেই দাবি তাঁর।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন সায়নী ঘোষ । বাঙালিয়ানা নিয়ে মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ২০১৫ সালের সায়নী ঘোষের টুইটার হ্যান্ডেল থেকে করা একটি টুইট আবার সোশ্যাল মিডিয়ায় বড় প্রাসঙ্গিক হয়ে পড়ে। সায়নীর টুইটে দেখা গিয়েছে, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ওই ছবিতে লেখা ‘বুলাদির শিবরাত্রি’। আর পোস্টের ক্যাপশনে লেখা, “এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।”

এই টুইটটি হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করেছে বলেই অভিযোগ করেন বিজেপি নেতা তথাগত রায় । টুইট যুদ্ধের পরই শুরু হয় আইনি যুদ্ধ। সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। অভিযোগপত্রের ছবি টুইটও করেন তিনি।

তবে আসরে নামেন স্বয়ং অভিনেত্রী। নিজের ধর্মকে কোনওভাবে আঘাত করতে চাননি বলেই দাবি করেন সায়নী। তিনি দাবি করেন, ২০১৫ সালে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেই সময় এই ছবিটি পোস্ট করা হয়েছে। পরে যখন নজরে আসে তখন তিনি টুইটটি ডিলিট করেন। তীব্র নিন্দাও করেন বলেই দাবি সায়নীর। তবে এই টুইটটির জন্য তাঁকে যেভাবে অপমান করা হয়েছে, সে কারণে দুঃখপ্রকাশও করেন অভিনেত্রী।

Share this News
error: Content is protected !!