নিজস্ব সংবাদদাতা : ফের গড়াপেটার ছায়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। এক নার্স নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের গোপন কথা জানতে চান এক ক্রিকেটারের কাছে। কারণ তিনি আইপিএলে বেট করছিলেন। অনলাইনেই সেই ক্রিকেটারের সঙ্গে তরুণীর আলাপ বছর তিনেক আগে। ফ্যান হিসাবে আলাপ সারার পর সেই তরুণী জানিয়েছিলেন, তিনি দিল্লির এক বেসরকারি হাসপাতালের চিকিত্সক। করোনা ভাইরাসের সময় সেই ক্রিকেটারও সেই তরুণী ডাক্তারের শরণাপন্ন হন সংক্রমণমুক্ত হতে। বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং এই বিষয়টি কনফার্ম করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আইপিএলের সময়েই সেই ক্রিকেটার আমাদের কাছে রিপোর্ট করেছিলেন। আমরা পুরোপুরি তদন্ত করেছি। যিনি বেটিং করছিলেন তিনি অপেশাদার। তাঁর সঙ্গে কোনো বেটিং সিন্ডিকেটের কোনো যোগাযোগ নেই। তাই তদন্ত ইতিমধ্যেই ক্লোজ করে দেওয়া হয়েছে।’ টুর্নামেন্টের মাঝপথে ৩০ সেপ্টেম্বর ক্রিকেটারের কাছে এপ্রোচ করেন সেই মহিলা। তবে দেরি করেননি টিম ইন্ডিয়া জাতীয় দলের হয়ে একসময়ে খেলা সেই ক্রিকেটার। সঙ্গেসঙ্গেই তিনি বোর্ডের দুর্নীতি দমন শাখায় বিষয়টি জানান। বিসিসিআই সূত্রের খবর, সেই ক্রিকেটার জানিয়েছেন, তিনি কখনই সেই তরুণীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ করেননি। অনলাইনেই তাঁদের মধ্যে বার্তালাপ হত।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
পুজোর আগেই পুজো শুরু , পুজো উদ্যোক্তাদের নিয়ে CARVINAL FOOTBALL ২০২২
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার