নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ দিনের বেতন বঞ্চনার বিরুদ্ধে পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকদের অবস্থানে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। করোনা প্রটোকল মেনে অবস্থান কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। স্নাতক শিক্ষকদের অবস্থানে বসার জন্য ৭ দিনের অনুমতি দেওয়া হয়েছে। পার্শ্বশিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলন করতে পারবেন। পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকদের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বেতন কাঠামোয় বৈষম্য করা হয়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও তাতে বদল করা হয়নি। ফলে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। এই অভিযোগ তুলেই অবস্থানে বসতে চান তাঁরা। রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এর আগে বহুবার বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে শিক্ষা দফতরের সামনে থেকে শুরু করে ধর্মতলা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে এবার থেকে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসতে চলেছেন ১ লক্ষ ১০ হাজার গ্রাজুয়েট শিক্ষক। আদালতের রায়ের পরেও বেতন বঞ্চনার সুরাহা হচ্ছে না। হাইকোর্টের রায় অনুযায়ী বেতন বৈষম্য দূর করতে এবার বিকাশ ভবনের সামনে ধর্নায় বসতে চলেছে রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকেরা। আদালতের অনুমতিক্রমে এই ধর্নার আয়োজন করা হয়েছে। অন্যদিকে ‘সরকারের দুয়ারে গ্র্যাজুয়েট শিক্ষকরা’ এই দাবি তুলে আগামী ২৩ ডিসেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শিক্ষকরা। তাঁদের দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সংগঠন বিজিটিএ।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত